ব্লগে ফিরে যানLF exam blog

‘ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার' বা ‘Right to Private Defense’

ক্যাটাগরিঃ দন্ডবিধি

আমাদের দণ্ডবিধিতে যে সকল অপরাধকে সংজ্ঞায়িত করা হয়েছে, সেগুলোই কিছু ক্ষেত্রে বা পরিস্থিতিতে আপনার কৃত অপরাধকে অপরাধ বলে গণ্য করা হবে না। কেননা, কিছু ক্ষেত্রে বা পরিস্থিতিতে আপনার সেই অপরাধটি করা জীবন রক্ষার্থে অপরিহার্য হয়ে পড়ে। সোজা কথায়, বিভিন্ন পরিস্থিতিতে আপনার কৃত অপরাধ ব্যতিক্রমের আওতায় পড়বে। এমন সব পরিস্থিতির অপরাধের কথা দণ্ডবিধির ৪র্থ অধ্যায়ের ধারা ৭৬ থেকে ১০৬ পর্যন্ত বর্ণিত আছে; যার মধ্যে আলাদাভাবে ‘ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার' বা ‘Right to Private Defense’ উপশিরোনামে ৯৬ ধারা থেকে ১০৬ পর্যন্ত ব্যক্তিগত আত্মরক্ষা সংক্রান্ত নানা বিষয় বর্ণিত আছে।


আমরা জানি, কোনো একটি অপরাধ সংঘটনের সময় অপরাধীর অপরাধমূলক কাজ যেমন লাগে, তেমনই লাগে Guilty mind বা দুষ্টু মন। দুষ্টু মন ব্যতীত কোনো অপরাধ সংঘটিত হতে পারে না বা সংঘটিত হলেও তা অপরাধ বলে বিবেচিত না হয়ে ব্যতিক্রমের আওতায় পড়বে। কেননা, আমরা ধর্মীয় ভাবেও অনেক সময় বলে থাকি যে, জীবন বাঁচানো ফরজ। তেমনি ভাবে ব্যক্তিগত আত্নরক্ষার অধিকার চর্চার সময় প্রয়োজন বোধে কাউকে খুন করলেও সেটি অপরাধ হিসেবে বিবেচিত হবে না।


‘ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার' বা ‘Right to Private Defense’ দেহের ক্ষেত্রে যেমন রয়েছে, তেমনি রয়েছে সম্পত্তির প্রতিও।

শরীর বা দেহ রক্ষার বেলায় ৬টি ক্ষেত্রে ‘ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার' বা ‘Right to Private Defense’ নিম্নরূপঃ

১। যেক্ষেত্রে মৃত্যু অনিবার্য এমনতর সম্ভাব্য আঘাতের ক্ষেত্রে।

২। গুরুতর জখমের ফলে যদি মৃত্যু আসন্ন করে তুলে।

৩। ধর্ষণের উদ্দেশ্যে আঘাত বা আক্রমণ ঘটলে।

৪। অস্বাভাবিক কামনা চরিতার্থ করার চেষ্টায় যদি আক্রমণ করে।

৫। অপহরণ বা অপবাহনের উদ্দেশ্যে আঘাত করলে।

৬। বেআইনী আটক করার উদ্দেশ্যে আক্রমণ।

 

সম্পত্তি রক্ষার বেলায় ৪টি ক্ষেত্রে ‘ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার' বা ‘Right to Private Defense’ নিম্নরূপঃ

১। দস্যুতা।

২। রাতের বেলা গৃহ ভেঙ্গে প্রবেশ।

৩। বাসগৃহে বা সম্পত্তি রক্ষার স্থানে আগুন লাগিয়ে দিলে।

৪। সম্পত্তি চুরি, সম্পত্তির ক্ষতি বা অনধিকার গৃহে প্রবেশের ফলে যদি মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা তৈরি হয়।

 

অ্যাডভোকেট তালিকাভুক্তি নৈর্ব্যক্তিক (এম সি কিউ) পরীক্ষা-২০২৩ এ এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, তাই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে।

উল্লেখ্য, অ্যাডভোকেট তালিকাভুক্তি নৈর্ব্যক্তিক (এম সি কিউ) পরীক্ষা-২০২৩ এর প্রস্তুতির জন্য নিয়মিত এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আপনাকে লিগ্যাল ফিস্টের এক্সাম অ্যাপটি ইন্সটল করতে হবে, যাতে আপনি ফ্রি এবং প্রিমিয়াম উভয় ভার্সনে ১০,০০০ এরও বেশি MCQ চর্চা করতে পারবেন।


Legal Fist Exam, Bar Council Exam

২০২১-২০২৩ লিগ্যাল ফিস্ট - এক্সাম কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত

অ্যাপ ডাউনলোড করুন
স্যোশাল মিডিয়াতে যুক্ত হোন