ব্লগে ফিরে যানLF exam blog

সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং এর প্রয়োগ

ক্যাটাগরিঃ সুনির্দিষ্ট প্রতিকার আইন

"সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭" বা "The Specific Relief Act, 1877" হল বাংলাদেশের একটি আইন যা বিশেষভাবে সুনির্দিষ্ট প্রতিকার সম্পর্কিত বিষয়ে বিবেচনার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের মাধ্যমে যেসব উপায়ে মানুষের সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয় সেগুলো নিম্নরূপঃ

·      স্থাবর এবং  অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার বা  Recovery Of Possession Of Property

·      চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন বা Specific Performance Of Contract

·      দলিল সংশোধন বা Rectification Of Instruments

·      চুক্তি বাতিল বা Rescission Of Contracts

·      দলিল বাতিল বা Cancellation Of Instruments

·      ঘোষণামূলক প্রতিকার বা Declaratory Relief

·      রিসিভার নিয়োগ Appointment Of Receiver

·      নিষেধাজ্ঞা Injunction Generally বা প্রতিরোধমূলক প্রতিকার Preventive Relief

 

সুনির্দিষ্ট প্রতিকার আইনের বেসিক থেকে যে প্রশ্ন গুলো করা হতে পারে তা নিম্নরূপঃ

সুনির্দিষ্ট প্রতিকার আইন কি ধরনের আইন?

সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ একটি তত্ত্বগত বা মৌলিক আইন যাকে ইংরেজিতে বলে substantive law.


  • সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালের কত নং আইন?
  • সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ সালের ১ নম্বর আইন।


  • সুনির্দিষ্ট প্রতিকার আইন কবে থেকে কার্যকর হয়?
  • সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ সালের ১লা মে কার্যকর হয়।


  • সুনির্দিষ্ট প্রতিকার আইনে কয়টি ধারা?
  • সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট ধারা ৫৭টি।


অ্যাডভোকেট তালিকাভুক্তি নৈর্ব্যক্তিক (এম সি কিউ) পরীক্ষা-২০১২ তে একটি প্রশ্ন এসেছিল এমন যে, কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় পড়ে না?

ক) চুক্তি বাস্তবায়ন

খ) নিষেধাজ্ঞা

গ) স্বত্ব ঘোষণা

ঘ) আর্থিক ক্ষতিপূরণ


আবার, অ্যাডভোকেট তালিকাভুক্তি ২০১৭ এবং বিজেএস পরীক্ষা, ২০১৩ তে এসেছিল এই প্রশ্নটি যে, নিম্নের কোন ক্ষেত্রে একটি দেওয়ানী আদালত উহার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না?

ক) ঘোষণামূলক মোকদ্দমা

খ) স্থায়ী নিষেধাজ্ঞা

গ) দলিল সংশোধনের

ঘ) অগ্রক্রয় সংক্রান্ত মোকদ্দমা

উপরিউক্ত ২ টি প্রশ্নই বেশ গুরুত্বপূর্ণ, আপনি যদি এগুলোর উত্তর না জেনে থাকেন তাহলে বুঝতে হবে আপনার প্রস্তুতি এখনো ঠিকঠাক মত হয়নি।


অ্যাডভোকেট তালিকাভুক্তি নৈর্ব্যক্তিক (এম সি কিউ) পরীক্ষা-২০২৩ এ এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, তাই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে।

উল্লেখ্য, অ্যাডভোকেট তালিকাভুক্তি নৈর্ব্যক্তিক (এম সি কিউ) পরীক্ষা-২০২৩ এর প্রস্তুতির জন্য নিয়মিত এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আপনাকে লিগ্যাল ফিস্টের এক্সাম অ্যাপটি ইন্সটল করতে হবে, যাতে আপনি ফ্রি এবং প্রিমিয়াম উভয় ভার্সনে ১০,০০০ এরও বেশি MCQ চর্চা করতে পারবেন।


Legal Fist Exam, Bar Council Exam

২০২১-২০২৩ লিগ্যাল ফিস্ট - এক্সাম কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত

অ্যাপ ডাউনলোড করুন
স্যোশাল মিডিয়াতে যুক্ত হোন