ব্লগে ফিরে যানLF exam blog

ম্যাজিস্ট্রেটগণের দণ্ড প্রদানের ক্ষমতা

ক্যাটাগরিঃ ফৌজদারী কার্যবিধি

আমরা জানি যে, বিচারিক ম্যাজিস্ট্রেট ২ ভাগে বিভক্ত। মহানগর এলাকায় এক ধরনের ম্যাজিস্ট্রেট আর মহানগরের বাহিরে আরেক ধরনের ম্যাজিস্ট্রেট।

মহানগর এলাকা বা Metropolitan Area তে ২ শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকেন।

১। চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা Chief Metropolitan Magistrate. একই ক্ষমতা চর্চা করেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট- ৭ বছরের কারাদণ্ড (বিশেষ ক্ষমতা প্রাপ্ত হলে মৃত্যুদণ্ড ব্যতীত যেকোনো কারাদণ্ড প্রদান করতে পারেন, সাথে অর্থদণ্ড)

২। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা Metropolitan Magistrate- সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড, সর্বোচ্চ ১০,০০০ টাকা জরিমানা বা অর্থদণ্ড।


অন্য দিকে মহানগর এলাকার বাইরে ৪ শ্রেণীর ম্যাজিস্ট্রেট রয়েছেন।

১। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা Chief Judicial Magistrate, একই ক্ষমতা প্রয়োগ করতে পারেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট- ৭ বছরের কারাদণ্ড (বিশেষ ক্ষমতা প্রাপ্ত হলে মৃত্যুদণ্ড ব্যতীত যেকোনো কারাদণ্ড প্রদান করতে পারেন, সাথে অর্থদণ্ড)  

২। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা First Class Magistrate- সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড, সর্বোচ্চ ১০,০০০ টাকা জরিমানা বা অর্থদণ্ড।

২। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা Second Class Magistrate- সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড, সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা বা অর্থদণ্ড।

৩। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা Third Class Magistrate- সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, সর্বোচ্চ ২,০০০ টাকা জরিমানা বা অর্থদণ্ড।

 

অ্যাডভোকেট তালিকাভুক্তি নৈর্ব্যক্তিক (এম সি কিউ) পরীক্ষা-২০১৫ তে প্রশ্ন এসেছিল যে, একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দিতে পারে অনধিক কত বছর?- উত্তর উপরে দেওয়া আছে খুঁজে নিন।

জুডিসিয়াল সার্ভিস প্রিলিমিনারী পরীক্ষা, ২০০৮ এ এসেছিল একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত টাকা জরিমানা করতে পারেন?- একদম সহজ কিছু প্রশ্ন। তবে ঝামেলায় ফেলে দিতে নিচের প্রশ্নটি।

অ্যাডভোকেট তালিকাভুক্তি নৈর্ব্যক্তিক (এম সি কিউ) পরীক্ষা-২০১৫ তে এই প্রশ্নটি এসেছিল যে, ফৌজদারী কার্যবিধির ২৯সি ধারাবলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারে অনধিক কত বছর? উত্তর জানেন? জানলে আপনি কিছুটা নিরাপদ, নয়ত আপনার প্রস্তুতি আরও জোরদার করতে হবে।

অ্যাডভোকেট তালিকাভুক্তি নৈর্ব্যক্তিক (এম সি কিউ) পরীক্ষা-২০২৩ এ এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, তাই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে।

উল্লেখ্য, অ্যাডভোকেট তালিকাভুক্তি নৈর্ব্যক্তিক (এম সি কিউ) পরীক্ষা-২০২৩ এর প্রস্তুতির জন্য নিয়মিত এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আপনাকে লিগ্যাল ফিস্টের এক্সাম অ্যাপটি ইন্সটল করতে হবে, যাতে আপনি ফ্রি এবং প্রিমিয়াম উভয় ভার্সনে ১০,০০০ এরও বেশি MCQ চর্চা করতে পারবেন।


Legal Fist Exam, Bar Council Exam

২০২১-২০২৩ লিগ্যাল ফিস্ট - এক্সাম কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত

অ্যাপ ডাউনলোড করুন
স্যোশাল মিডিয়াতে যুক্ত হোন