তামাদি আইনের ৬ ধারা অনুযায়ী ৩টি বিষয়কে আইনগত বা বৈধ অপারগতা হিসেবে উল্লেখ করা হয়েছে;
· নাবালকত্ব বা Minority, যার অর্থ হচ্ছে ১৮ বছরের কম বয়স্ক কেউ।
· উন্মাদ বা Insanity, একজন উন্মাদ ব্যক্তি সাধারণত স্বয়ংক্রিয় ক্রিয়াকলাপ বা সামাজিক পরিচিতি এবং পরিবেশের প্রতি প্রতিক্রিয়া দেখতে অসম্ভব বা অক্ষম হয়ে থাকেন।
· জড়বুদ্ধি বা চরম বুদ্ধিহীনতা বা Idiocy, এটি এমন একটি অবস্থা যেখানে ব্যক্তির মনে বুদ্ধির সম্পূর্ণ অভাব থাকে এবং সে সাধারণ জীবন পরিচালনার জন্য সম্পূর্ণ অক্ষম হয়ে থাকে। এই অবস্থাতে ব্যক্তি দৈনন্দিন কাজ করতে অসমর্থ হয় এবং সামাজিক যোগাযোগ করতে অসমর্থ হয়।
তামাদি আইনের ৬ ধারার বিধান যেসব ক্ষেত্রে প্রযোজ্য সেগুলো নিম্নরূপঃ
১. মোকদ্দমা বা মোকদ্দমার কার্যক্রম
২. ডিক্রি জারির আবেদনের ক্ষেত্রে
তামাদি আইনের ৬ ধারার বিধান যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, সেগুলো নিম্নরূপঃ
· আপীল,
· রিভিউ,
· রিভিশন বা
· আবেদন ইত্যাদি ক্ষেত্রে প্রযোজ্য না।
অ্যাডভোকেট তালিকাভুক্তি নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষা-২০১৭ তে একটি প্রশ্ন এসেছিল এমন যে, তামাদি আইনের কোন ধারায় আইনগত অপারগতার বিধানসমূহ বর্ণনা করা হয়েছে?
ক) ৬,৭,৮, ৯ ধারায়
খ) ৬, এবং ৮ ধারা
গ) ৬, ৭ ধারায়
ঘ) ৭,৮, এবং ৯ ধারা
উত্তর কি হবে বলুন তো।
আবার, অ্যাডভোকেট তালিকাভুক্তি নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষা-২০১৩ তে আরেকটি প্রশ্ন এসেছিল যে, Z নাবালক থাকাবস্থায় তার মামলা করার অধিকার জন্মে। তামাদির সময় গণনা শুরু হবে যখন-
ক) Z- এর সাবালকত্বের অবসান হবে
খ) Z- নাবালক থাকলে
গ) Z- এর নাবালকত্বের অবসান হবে
ঘ) উপরের কোনটাই নয়
উত্তর কোনটি হবে যদি জেনে থাকেন, তাহলে আপনার প্রস্তুতি মাশাআল্লাহ্ ঠিক আছে, যদি উত্তর জানা না থেকে থাকে তাহলে এই টপিকটি আরও ভালো করে পড়ে দেখতে হবে। আর হ্যাঁ, অ্যাডভোকেট তালিকাভুক্তি নৈর্ব্যক্তিক (এম সি কিউ) পরীক্ষা-২০২৩ এ এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, তাই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে।
উল্লেখ্য, অ্যাডভোকেট তালিকাভুক্তি নৈর্ব্যক্তিক (এম সি কিউ) পরীক্ষা-২০২৩ এর প্রস্তুতির জন্য নিয়মিত এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আপনাকে লিগ্যাল ফিস্টের এক্সাম অ্যাপটি ইন্সটল করতে হবে, যাতে আপনি ফ্রি এবং প্রিমিয়াম উভয় ভার্সনে ১০,০০০ এরও বেশি MCQ চর্চা করতে পারবেন।